ওসমানীনগরে ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৩:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোণা) জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে মহাসড়কের দয়ামীর বাজারে আমরা দয়ামীর বাসীর ব্যানারে ও মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সহযোগিতায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন, মাওলানা আলতাফুর রহমান মাওলানা মোক্তার হোসেন ওসমানীনগর উপজেলা মানবাধিকার শাখার সভাপতি এসএম সোহেল, সমাজ সেবক সুজন আলী, মাওলানা কাজী আমির উদ্দিন, সমাজ সেবক মোশাহিদ আলী মাওলানা জাকারিয়া আহমদ মাওলানা আব্দুল কুদ্দুছ মাওলানা আব্দুস শহিদ মাওলানা মতছির আলী চৌধুরী ব্যবসায়ী আবু ইউসুফ মোহাম্মদ আজাদ প্রমুখ।