ওসমানীনগর থেকে উছমানপুরকে পৃথক করায় প্রতিবাদ সভা, সর্বাত্মক আন্দোলনের ডাক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ৯:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলা থেকে উছমানপুর ইউনিয়ন পৃথক করে বালাগঞ্জ উপজেলার সাথে সম্পৃক্ত করায় প্রতিবাদ সভা ও বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জরুরী সভায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক কর্তৃক বালাগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন সমূহ নিয়ে গঠিত ৭নং ওয়ার্ডের সঙ্গে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নকে সম্পৃক্ত করায় প্রতিবাদ সভাটির আয়োজন করা হয়। সভায় ওসমানীনগর উপজেলার অন্যান্য ইউনিয়ন সমূহ নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডের সাথে উছমানপুরকে সম্পৃক্ত করে ওয়ার্ড পূর্নগঠনের জোর দাবী জানানো হয়। সভায় বক্তারা বলেন, উছমানপুর ইউনিয়নকে ওসমানীনগরের সাথে সম্পৃক্ত করা না হলে ইউনিয়নের সর্বস্থরের জনগণ সর্বাত্মক আন্দোলনের ডাক দেবে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উছমানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক। ইউপি সদস্য খালেদ মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কেন্দ্রিয় কমিটির সদস্য মইনুল হক চৌধুরী, পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সৈয়ীদ আহমদ বহলুল, সমাজ সেবক আব্দুল মতিন চৌধুরী, আলহাজ্ব উমর আলী, হাজী আব্দুল মালিক, আব্দুল্লাহ মিছবাহ, শিক্ষানুরাগী আব্দুল মালিক, কাজী আফম আব্দুল কাইয়ূম, মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি এস এম সোহেল, সালিশ ব্যক্তিত্ব শেখ কামাল আহমদ করম, সাবেক মেম্বার মজম্মিল আলী, হারুন মিয়া, মাও: ওলিউর রহমান, মকবুল আলী, ইউপি সদস্য যুবায়েদ আহমদ লিটন, আশিকুর রহমান, আলমাছ আলী, আতাউর রহমান, মুজেফর আলী, সায়েস্তা মিয়া, ফারুক আহমদ চৌধুরী, যুবনেতা মামুন আহমদ, আনিছুজ্জামান সেলিম, এডভোকেট সালমান খান, বুরহান উদ্দিন, শহিদুল ইসলাম, ওলিউর রহমান খান প্রমূখ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাজী দিলাল আহমদ। উল্লেখ্য, গত ২৩ আগষ্ট সিলেটের জেলা প্রশাসক কর্তৃক উছমানপুর ইউনিয়নকে বালাগঞ্জ উপজেলার সাথে সম্পৃক্ত করন সংক্রান্ত একটি গেজেট (যার স্মারক নং-০৫-৪৬.৯১০০.০০৯.৫৬.০০১.১৫.১০৫৯) ইউনিয়ন পরিষদ বরাবরে প্রেরন করা হয়। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর উছমানপুর ইউনিয়নকে ওসমানীনগর উপজেলার সাথে সম্পৃক্ত রাখতে এবং উক্ত গেজেট বাতিল করতে পরিষদের এক জরুরী বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত স্বাক্ষরসহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষরিত একটি আবেদন সিলেটের জেলা প্রশাসক বরাবরে এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করা হয়।