ওসমানীনগরে ইমাম খুনের ঘটনায় থানায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৪৫) এর খুনের ঘটনায় ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে অজ্ঞাত লোককে আসামী করে নিহতের পিতা আব্দুল বারী বাদী হয়ে (মামলা নং-০৮) দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার ময়না তদন্তের পর রাত নয়টার দিকে নিহত ইমাম আব্দুর রহমানের নামাজে জানাযা শেষে সিলেটের মোগলাবাজারের সোনাপুর গ্রামের তাদের পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
এ দিকে ওসমানীনগরের ইমাম মাওলানা আব্দুর রবের খুনের ঘটনায় ওসমানীনগরসহ গোটা সিলেটের ইমাম সমাজ ফুঁসে উঠেছেন। ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধান এবং সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে মাদানী কাফেলা বাংলাদেশ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে পথসভায় মিলিত হয়।
নিহত ইমামের পিতা আব্দুল বারী বলেন, আমার ছেলেকে যারা নির্মম ভাবে খুন করেছে আমি তাদের বিচার চাই। এ ব্যাপারে থানায় মামলা করেছি। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ইমাম খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টাসহ আসামী সনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ মোবারকপুর(আন্দারকোনা) মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে দুর্বৃত্তরা খুন করে হাত পা বেঁধে তার নিজ শয়ন কক্ষে লাশ ঝুলিয়ে রাখে। ভোরে মুসল্লিরা ইমামকে ডাকতে গিয়ে তার ঘরের দরজা খোলা ও ইমামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওসমানীনগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।