ওসমানীনগরে তাজপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের তাজপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০১৬ সালের এইচএসসি ও আলীম পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মঙ্গলচন্ডি বাজার এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তারা বলেন, নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য গঠনমূলক ছাত্র রাজনীতির গুরুত্ব অপরিসীম। ছাত্রদের অপরাধমূলক কর্মকান্ড থেকে উত্তরণের জন্য গঠনমূলক রাজনীতির দিকে এগিয়ে আনতে হবে। আওয়ামীলীগ ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ দিয়ে সারা দেশে টেন্ডারবাজি, অপহরণ, খুন, গুম, চাঁদাবাজি, মারামারি করিয়ে এ দেশের শিক্ষার্থীদের অন্ধকারের নিয়ে যাচ্ছে। ছাত্রলীগের নোংরা রাজনীতিতে পিষ্ঠ হয়ে শিক্ষাঙ্গনে মারামারি, হানাহানি, ভাংচুরসহ নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটছে। শিক্ষার্থীদের তথাকথিত ছাত্রলীগের রাজনীতির কালো থাবা থেকে রক্ষা করতে হলে অভিবাবকসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় বক্তারা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে আরোও বলেন, আওয়ামীলীগ সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখে সিলেট অঞ্চলসহ সারাদেশে আজ বাকশালি শাসনতন্ত্র কায়েম করছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে এই বাকশালী সরকারের গুম নামক কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েব আহমদ ও কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সাব্বির আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুগ্ন আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা স্বেচ্ছাসেবদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গোয়ালা বাজার ইউ/পি যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ, বিশ্বনাথ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক খালেদ আহমদ, যুবদল নেতা ইমরুল চৌধুরী, আব্দুল বাছিত মবরুল, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুয়েল আহমদ, রেদুয়ান আহমদ, রকিব আলী, মাসুদুর রহমান, মনসুর চৌধুরী, শাহবাজ আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা রুবেল আহমদ, জে আই সোহান, সুহেল আহমদ সুবেল, হিফজুর রহমান নাহিদ, অপু আহমদ, ওয়েছ আহমদ, ফাহিম আহমদ আহমদ, জাকির আহমদ, ফেরদৌস বকস্, সৈয়দ হুমায়ুন আলী, সাইফুর কামালী, হাবিব ওয়াহিদ, এনাম আহমদ, জুবায়ের আহমদ, হেলাল মিয়া, আলামিন আহমদ, রাসেল আহমদ, জাহান মিয়া, মাসুম আহমদ,আব্দুল মুমিন, জেবুল আহমদ সজিব, হিফজুর রহমান ফাহিম, সজিব আহমদ, সাজু আহমদ, মোজাহিদ আলী, ফয়েজ আহমদ, শাহ আলম, রুমেল আহমদ, মিটু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলিম, সুহেল মিয়া, শিবলু খান, শাহ রাজু, রাজু মিয়া, রেজন মিয়া, কবির আহমদ, লায়েছ আহমদ,ফয়জুল হক, সোয়াব আহমদ, মাছুম আহমদ আবির, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা হামিদ সিকদার, বদরুল ইসলাম, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ প্রমুখ।