ওসমানীনগরে যাত্রা শুরু করল স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ’র অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট অনলাইনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, উপজেলা নির্বাহী র্কমকর্তা শওকত আলী, এম.সাইফুর রহমান তালুকদার, রাহিব ফয়সল প্রমূখ।