বর্তমান সরকার জঙ্গি প্রতিরোধসহ আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে —শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার সাফল্যের সাথে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধসহ দেশের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। সাম্প্রতিক কালের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আইন-শৃংঙ্খলা পরিস্থিতিকে আরো জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সামাজিকভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে এবং জঙ্গিবাদের মূল দর্শন যে ভ্রান্ত তা বোঝাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রাজনৈতিক এবং সামাজিকভাবে জনসম্পৃক্ত কর্মসূচী হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নোমানের নিকটাত্বীয় রহমতপুর গ্রামে ফ্রান্স প্রবাসী সফা মিয়ার উদ্যোগে নিজ বাড়িতে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামীলীগ নেতা পির মজনু মিয়া, আওয়ামীলীগ নেতা প্রবাসী গোলাম কিবরিয়া, শাহ ইসমাইল আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা মনির মিয়া, মন্নান মিয়া, কাওছার আহমদ, সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী মামুন, কাজী শিহাব, আব্দুল আহাদ সুজেল আহমদ প্রমুখ।