রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ওসমানীনগরের মুক্তিযোদ্ধা মধু মিয়া
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া (৭০) বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন ।
বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কণা মিয়া, সাবেক কমান্ডার আপ্তাব আহমদ, ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ, এ. মতিন গেদাই প্রমুখ।