ওসমানীনগর উপজেলা কার্যালয়ের নিচতলায় দু:সাহসিক চুরি!
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগর থানা ভবনের দেয়াল সংলগ্ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় ব্যবসা প্রতিষ্টানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঝলক ম্যনশনস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় কথা ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ দশ হাজার টাকা, একটি কম্পিউটার মনিটর ও ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক সুজিত দেব বলেন, প্রতিদিনের মত বুধবার সকালে আমার দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখি আমার নগদ টাকা ও মনিটরসহ দামি প্রায় ৫০হাজার টাকার দামি মালামাল চুরি করে নিয়ে গেছে দূবৃত্তরা। বিষয়টি আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করলেও উনারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।