ওসমানীনগরে তিন গ্রামের চলাচলের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ৭:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির চানপুর এলাকায় ২/৩টি গ্রামের চলাচলের রাস্তা প্রভাবশালী কর্তৃক বন্ধের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চানপুর গ্রামের মানিক মিয়া বাদী হয়ে গত ২৭ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গত ১৭ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু অদ্যাবধি বিষয়টির কোন সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ।
জানা যায়, উপজেলার চানপুর, মশাখলা, আদমপুর রাস্তার ছুরুক মেম্বারের বাড়ির সামনে ফরিদ মিয়া গংরা গত ১৭ জুলাই সরকারি খালের উপর এলাকাবাসীর চলাচলের বাঁশের সাঁকো তুলে দিয়ে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেন। এ রাস্তা দিয়ে এলাকার ২/৩ গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলাচল করছে। বর্তমানে রাস্তাটি বন্ধ হওয়ায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে চানপুর গ্রামের মানিক মিয়া বাদী হয়ে ২৭ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওসমানীনগর থানার এএসআই মারুফ ১৭ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয় নিয়ে ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ ও এলাকার উভয় পক্ষ নিয়ে সমাধানের লক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার লোকজন বিষয়টি আপোষে সমাধানের আশ্বাস দিলেও আজ পর্যন্ত বিষয়টি সমাধান করা হয়নি। এতে উক্ত রাস্তা ব্যবহারকারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাদের মধ্যে বিরাজ করছে চাঁপা ক্ষোভ। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।
তদন্তকারী কর্মকর্তা এএসআই মারুফ জানান, উভয় পক্ষকে নিয়ে ওসি সাহেবসহ থানায় বসে এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে বিষয়টি সালিশে নিস্পত্তির জন্য বলা হয়েছে। অভিযোগকারী সঠিক বিচার থেকে বঞ্চিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।