ওসমানীনগরে জাল নোটসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে জাল নোটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ময়না মিয়া (৫০)। তিনি উপজেলার খাশিকাপন গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।
জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় গোয়ালাবাজার গরুর হাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে একহাজার টাকার ৪টি নোটসহ ময়না মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতকে আগামী কাল আদালতে প্রেরণ করা হবে।