বালাগঞ্জে শিল্পকলা একাডেমীর শিক্ষক ৩২ মাস ধরে বেতন বঞ্চিত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৩৩ অপরাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
বালাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক গোপেন্দ্র আচার্য্য দীর্ঘ ৩২ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে চার সদস্যের পরিবার নিয়ে কষ্টে জীবন-যাপন করছেন। তার বৃদ্ধ শিল্পী ভাতাও বন্ধ করে দেয়া হয়েছে। বালাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী প্রতিষ্টালগ্ন থেকে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের গোপেন্দ্র আচার্য্য। প্রথমে তাঁর মাসিক বেতন দুই হাজার টাকা ধার্য্য ছিল। কিন্তু এক সময় নৃত্য, তবলা ও চিত্রাঙ্কনের শিক্ষকগন সেচ্ছায় একাডেমী থেকে চাকরী ছেড়ে চলে যান। পরবর্তীতে ২০১৪ সালের জানুয়ারী মাসে কতৃপক্ষ গোপেন্দ্র আচার্য্যরে বেতন দশ হাজার টাকা ধার্য্য করে নৃত্য, তবলা ও চিত্রাঙ্কনের শিক্ষক হিসেবে তাকে নিযুক্ত করেন। এক মাসের বেতনও পান তিনি। কিন্তু এরপর থেকে দীর্ঘ ৩২টি মাস চলে গেলেও বেতন বঞ্চিত রয়েছেন বয়োবৃদ্ধ এই শিক্ষক। বালাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক গোপেন্দ্র আচার্য্য বলেন, কতৃপক্ষের কাছে বার-বার ধরনা দিয়েও আমার বেতন ভাতা পাচ্ছিনা। এ বিষয়ে ৪ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের নিকট একটি আবেদন দিয়েছি। বর্তমানে আমি খুবই অভাব-অনটনে কষ্টে দিনাতিপাত করছি।