ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা, মহিলাসহ আহত ২
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে বৃটেন প্রবাসীর বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টায় বসত ঘরের মালামাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাড়ির কেয়ারটেকার হারুন মিয়া বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট থানায়। ওসমানীনগর থানার এস আই অনুজ কান্তি দাস মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের বৃটেন প্রবাসী মিছিরা খাতুন’র সাথে একই গ্রামের ছোরাব উল্যা গংদের জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। সোমবার সন্ধ্যায় ছোরাব উল্যা (৫০), আং সালাম (৩৫), আং শহীদ (২৭), রায়হান মিয়া (২৩), নজির আলী (৩২) গংরা প্রবাসী মিছিরা খাতুন’র বাড়িতে হামলা চালায়। তারা গ্রীলের তালা ভেঙ্গে মিছিরা খাতুন’র বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমারী, সকেচসহ আসবাবপত্র ভাংচুর করে। এ সময় কেয়ারটেকার হারুন মিয়া বাড়ীতে ছিলেন না। হারুন মিয়ার স্ত্রী রিনা বেগম (৪৫) ও ছেলে রুহুল আমীন (২৪) দুর্বৃত্তদের বাধা দিতে এলে তারা রুহুল আমীনকে মারপিট করে ঘরের একটি রুমে আটক রাখে এবং রিনা বেগমকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় রিনা বেগমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাবার সময় তারা সকেচের ড্রয়ারে থাকা লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ ব্যাপারে বাড়ির কেয়ারটেকার হারুন মিয়া বাদী হয়ে নিখিত অভিযোগ দেন ওসমানীনগর থানায়। অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর থানার এসআই অনুজ কান্তি দাস মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির কেয়ারটেকার হারুন মিয়া বলেন, বিবাদীদের হুমকীতে পরিবারসহ আমি প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন সময় আমাদের উপর হামলা হতে পারে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে আমরা গৃহবন্দি অবস্থায় রয়েছি।
ওসমানীনগর থানার এসআই অনুজ কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।