ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত (আপডেট)
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৭:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় সিলেটের ওসমানীনগরের খয়রাবাদে সড়ক দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উক্ত ঘটনায় মোট দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। নিহতরা হলেন, সিলেটের বিমান বন্দর থানা ভাটা গ্রামের ওয়ারিছ আলীর পুত্র শাহীন মিয়া (১৮) ও জকিগঞ্জ থানার সুরান্দপুর গ্রামের ময়নুল হকের পুত্র ফয়ছল (৩৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাসী যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯২৭) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। গাড়িটি ওসমানীনগরের খয়রাবাদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা (বগুড়া-ট-০২-০০৪১) ট্রাকটি মাইক্রোবাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসের হেলপার শাহীন নিহত হন। গুরুতর আহত মাইক্রোবাসের চালকসহ আরো চার যাত্রীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় চালক ফয়ছলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শেরপুর হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মুজিবুর রহমান দুর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।