ওসমানীনগরে চার সন্তানের জননীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৭:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে চার সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নূরপুর গ্রামের আবদুল হান্নানের স্ত্রী রহিমা বেগম (৪৫)। খবর পেয়ে থানা পুলিশ সোমবার রাতে নিহতের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ময়না তদন্তে জন্য নিহতের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।