অভ্যন্তরীণ কোন্দলের কারনে যুক্তরাজ্য যুবদলের কমিটি বাতিল
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
যুক্তরাজ্য যুবদলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌছায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি। রোববার যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব এ কমিটি বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন।
জানা যায়, গত ১৭ই নভেম্বর ২০১৫ সালে পূর্ব লন্ডনের একটি হলে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রায় ১ বছর অতিবাহিত হলেও অভ্যন্তরিন দ্বন্ধ ও কোন্দলের কারনে পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হওয়ায় উক্ত কমিটি বাতিল করা হয়। যুক্তরাজ্য যুবদলে প্রথমবারের মত সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের প্রথমবারের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করেন রহিম উদ্দিনকে, সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরীকে ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন লায়েক মোস্তফাকে।বিভিন্ন সূত্রে জানা যায় নির্বাচিত হওয়ার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পকের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্ধের সৃষ্টি হয়। তাদের নিজেদের পছন্দের কর্মীকে কমিটিতে স্থান দেওয়াকে কেন্দ্র করে এই দ্বন্ধের সৃষ্টি বলে জানিয়েছেন সাধারণ কর্মীরা । সর্বশেষ গত ১৫ই আগষ্ট রাতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠানেও দুই গ্রুপের ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এদিকে বিলুপ্ত সভাপতি রহিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি সুরমা নিউজ২৪ কে বলেন, কমিটি বাতিলের ঘঠনা সত্য। আমি কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তকে সম্মান জানাই এর বাইরে আমি কিছু বলতে পারবোনা। কমিটির সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি কমিটি বাতিলের বিষয়টি শুনেছেন বলে জানান। তবে কি কারনে করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মনে হয় পূণাঙ্গ কমিটি দিতে দেরি হওয়ায় আমাদের কমিটি বাতিল করা হয়েছে। কারন কেন্দ্র থেকে বার বার পূর্ণাঙ্গ কমিটি দেয়ার তাগিদ দেয়া হচ্ছিল। তিনি অকপটে নিজেদের ব্যর্থতার কথা শিকার করেন।