ওসমানীনগরে ওপেন হাউজ ডে
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় ওসমানীনগর থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও এসআই মো. ফরিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, হারুন মিয়া, বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উসমানপুর ইউপি চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, গ্রাম পুলিশ সদস্য ছলিম উদ্দিন, ইউপি সদস্য খালিদ মিয়া প্রমূখ।