বালাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:১১ অপরাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বালাগঞ্জের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমুহে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ: গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভর্ণিংবডির সদস্য আ.ফ.ম শামীম। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।
কলেজের প্রভাষক সালেহ আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির সদস্য তজমুল আলী, কনর মিয়া, আব্দুল জলিল বেলাল, হারুন মিয়া, দেওয়ান বাজার জামে মসজিদের ইমাম হাফিজ সুলাইমান আহমদ, সুলতানপুর জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান হেলালী, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিলুর রহমান জিলু, কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, প্রভাষক নাকিব হোসেন অনিক, প্রভাষক অজিত দাস, সিনিয়র শিক্ষক শ্যাম সুন্দর রায়, জেসমিন বেগম, মাওলানা আতাউর রহমান, রিপন চন্দ্র বর্মণ, আনোয়ার হোসেন, আফছার উদ্দিন, মামুদ মোস্তাদি খান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট ধারাভাষ্যকার রুহুল আমিন।
বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়: উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রফিকুল আলম। শিক্ষক নূর মোহাম্মদ সাইফ উদ্দীনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, কমিটির সদস্য এমএ মালেক, সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল গফুর খালিছদার, বোয়ালজুড় বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুস শহিদ, ছাত্রনেতা আব্দুল হামিদ, সমাজকর্মি আব্দুল কাদির, আব্দুল আজিজ, বুলবুল মিয়া, আশিক মিয়া, ইমাম শফিকুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী রাব্বি আহমদ।
ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়: উপজেলার বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ।
সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান মুজিবের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য খালেদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী গুলশের, মাওলানা আজমান আলী, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান পংকি, শিক্ষানুরাগী তোফায়েল আহমদ সুহেল, ফখরুল ইসলাম, সুহেল বারী, ফারুক মিয়া, তজমুল আলী, বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, মাহমুদুন নেছা, সুমন রায়, মাওলানা আব্দুল খালিক, শিহাব মো. তোফায়েল বখত, শুভ লস্কর, সালেহ আহমদ প্রমুখ। এ ছাড়াও উপজেলার ডিএন মডেল উচ্চ বিদ্যালয়, চান্দাইপাড়া সুন্নিয়া আলিম মাদ্রাসাসহ প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।