ওসমানীনগর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৫:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
হাজারো কণ্ঠে শপথের মাধ্যমে মঙ্গলবার (৩০ আগস্ট) সিলেটের ওসমানীনগর উপজেলাকে ‘বাল্যবিবাহ মুক্ত’ উপজেলা ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও পুলিশ সুপার মো: মনিরুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্য বিয়ে রুখতে সমাজ সচেতনতার বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। বাল্য বিয়ের কারণে রোগাক্রান্ত ও শারীরিক ভাবে দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্য বিয়ে হচ্ছে অন্ধকার যুগের ধারণা। সমাজ সচেতনদের উচিত আলোক প্রদীপ হাতে সেই অন্ধকারকে সমাজ থেকে চিরতরে দূর করা। আলোক প্রদীপ হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে সমাজ বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পাবে।
এরপর তিনি হাজারো কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে ওসমানীনগরকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, প্লান বাংলাদেশের সিলেটের আঞ্চলিক অফিসার জিয়াউর রহমান, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, উসমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, শেখ ফজিলাতুননেছা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম, সিলেট জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী রফিক আহমদ, পুরোহিত নির্মল কান্তি গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন কারী আব্দুর রব, গীতা পাঠ করেন কৃষ্ণ দেবনাথ মোহন। সমাবেশে বাল্যবিবাহের কুফল নিয়ে এক ডিজিটাল প্রেজেন্টশেন উপস্থাপন করেন সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী।