ওসমানীনগরে বিক্রয় নিষিদ্ধ সার জব্দ করে গোদাম সিলগালা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ২:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগরে বিক্রয় নিষিদ্ধ সার জব্দ করে গোদাম সিলগালা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তাজপুর বাজারে সারের সাব-ডিলার ফারুক মিয়ার গোদামে অভিযান চালিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল সার জব্দ ও গোদাম সিলগালা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল দশটার দিকে উপজেলা কৃষি বিভাগ তাজপুর বাজারের খুচরা সার বিক্রেতা ফারুক মিয়ার গোদামে অভিযান চালায়। এ সময় তার গোদামে ১০ মেট্রিক টন বিক্রয় নিষিদ্ধ আশুগঞ্জের ছোট দানার কাফকো ইউরিয়া সার জব্দ ও গোদামটি সিলগালা করে বিক্রেতার স্বীকারুক্তিসহ মুচলেকা নেয়া হয়।
অভিযান কালে কৃষি কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ওসমানীনগরে বিক্রয় নিষিদ্ধ আশুগঞ্জের ছোট দানার ১০ টন কাফকো ইউরিয়া সার জব্দ করে গোদাম সিলগালা করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং সভায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।