ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৭:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে আনহারুজ্জামান খান (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার ব্রাহ্মনশাসন গ্রামের আব্দুল গফুর খানের পুত্র। রোববার রাতে খয়রাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই রাতে উপজেলার গোয়ালাবাজার থেকে পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার অভিযোগে আব্দুল কাদির (৩৫) নামের এক অটোরিক্সা চালককে গ্রেফতার করে পুলিশ। মামলা নং ১৪, তারিখ ২০-০৭-১৬। সে উপজেলার ভাগলপুর গ্রামের খোর্শেদ উল্লার পুত্র।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।