ওসমানীনগরে ইমামদের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৭:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে সোমবার সকালে থানার সম্মেলন কক্ষে ইমামদের সাথে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও দক্ষিণ জোন) সুজ্ঞান চাকমা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর শাখার সভাপতি মাওলানা আবুল বাশার, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী।
সভায় উপস্থিত সকলেই জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বক্তব্য ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।