বালাগঞ্জের করচা বিলে পোনা অবমুক্ত করণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৬:৩৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি :
দেশীয় সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিরল প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল সহ সকল অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। দেখা মাত্র খবর দিলে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে পোনা মাছ অবমুক্ত কালে উপরোক্ত কথাগুলো বলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম খান, মনিটরিং টিমের সদস্য হ্যাচারি অফিসার মোহাম্মদ আলম, সিনিয়র মৎ্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, ওসি তরিকুল ইসলাম তালুকদার, সমবায় কর্মকর্তা মোঃ সাদেক মিয়া, আরডিও আশরাফুল ইসলাম আকন্দ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মৎস্যজীবি প্রতিনিধি আনোয়ার উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মাখন মিয়া, সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, অফিস সহকারী আব্দুস ছালাম, তথ্য সহকারী রাখার চন্দ্র রায়, টিপু সুলতান, আলাউদ্দিন রিপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বালাগঞ্জের করচা বিলে এবার ৩ শ ৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। তারমধ্যে রুই ১৩৮ কেজি, কাতলা ৭০ কেজি, মৃগেল ৭০ কেজি,কালিয়া বাউশ ৩৫ কেজি ও গনিয়া ৩৫ কেজি যাদের ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি পরিমাণ ছিল।