বহির্বিশ্ব বিএনপির দুই নেতা অংশ নিলেন হিলারির নির্বাচনী প্রচারনায়
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ১:৫১ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বহির্বিশ্ব বিএনপির দুই নেতা সালাম ও বাবু । যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রবাসী সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু গত সপ্তাহে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আমেরিকা যান। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি আয়োজিত ম্যারিল্যান্ডের এই নির্বাচনী ক্যাম্পেইনে তারা ছাড়াও ইউএস কংগ্রেস ও সিনেটের বেশ কিছু ডেমোক্রেট অংশ গ্রহণ করেন।জানা যায়, ম্যারিল্যান্ডে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি বিএনপির দুই নেতার উপস্থিতিতে বেশ উজ্জীবীত এবং হিলারীর পক্ষে প্রচারণায় ব্যাপক লোকসমাগম হয়।ম্যারিল্যান্ডের এই প্রচারনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ম্যারিল্যান্ড বিএনপি নেতা আনিস আহমেদ, কবিরুল ইসলাম এবং ডাঃ জিয়া আহমদ প্রমুখ। ক্যাম্পেইনে আরো যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ইউএস কংগ্রেসম্যান ক্রিস ভ্যান হলেন, জন ডিফানি, জন সারভ্যান্স, ম্যারিল্যান্ড স্টেট সিনেটর জেমি রাসকিন, সোস্যান লি সহ আরো অনেকেই।