বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য দুটি শব্দঃ সাসেক্স যুবলীগ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ১:২৯ পূর্বাহ্ণ
সাইফুল ইসলাম মহসিন লন্ডনঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য দুটি শব্দ, একটি ছাড়া অপরটি কল্পনা করা যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রবাসীদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলকে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবলীগ সাসেক্স শাখার উদ্যোগে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে ব্রাইটনের পাভেল রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন । সাসেক্স যুবলীগের সভাপতি সাহেদ আহমেদ মুছার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সালাম বকসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাসেক্স যুবলীগের সহ সভাপতি এনামুল হক । এসময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র জনাব আব্দুল মনাফ, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব এস এম সুজন । বিশেষ বক্তা ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সভাপতি জনাব ইমানুজ্জামান মহী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান, সাসেক্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাহ মুইজুর রহমান শামিম, সাসেক্স আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ফরিদ আলী ,আব্দুল কাইয়ূম ,কাউন্সিলার গৌছ চৌধুরী , বদরুল হক, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলীম , মিজানুর রহমান পাটওয়ারী, মুজিবুর রহমান এহিয়া , সাংগঠনিক সম্পাদক ছানাওয়ার আলী, বক্তব্য রাখেন সাসেক্স আওয়ামীলীগের প্রকাশনা সম্পাদক শাহ মোক্তাদির মুক্তা ,কোষাধ্যক্ষ সুরত আলী , ত্রাণ সম্পাদক খসরু মিয়া কামালী ,কৃষি বিষয়ক সম্পাদক আপরোজ উললাহ, সফিকুল ইসলাম , আওয়ামী লীগ নেতা ডালিম হোসেন বাচ্চু ,আসলম মিয়া, সালাম মিয়া ,চমক আলী, সাসেক্স যুবলীগের সহ-সভাপতি মুজিবুর চৌধুরী বিপ্লব ,নুরুল ইসলাম ,নজির উদ্দীন , নুর মিয়া ,ফরহাদ হক ,যুগ্ম -সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন ,জাহিদুল হক জাহিদ ,প্রচার সম্পাদক আমান উল্লাহ ,মোরসেদ মিলন ,গ্রেটার সাসেক্স যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন ভুঁইয়া তাপস , তাহিদ মিয়া কয়েস ,আব্দুর রহিম গ্রেটার সাসেক্স যুবলীগের সাধারন সম্পাদক কয়েস আহমেদ , সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রয়েল ,কয়েস মিয়া সাসেক্স ছাএলীগ সভাপতি আব্দুলা আল মাসুদ রনি ,সাসেক্স ছাএলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহীন মিয়া প্রমুখ । বক্তাগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বাধীনতার মূলনীতিতে অঠল থেকে একটি আধুনিক বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভাশেষে দোয়া পরিচালনা করেন মুজিবুর রহমান এহিয়া।