ওসমানীনগরের ইয়াহ্ইয়া চৌধুরী বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ৮:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগরে কলারাই ইয়াহ্ইয়া চৌধুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী সহল আল রাজি চৌধুরী।
বক্তব্য রাখেন আনছার আহমদ চৌধুরী, ওয়াজেদ আলী মাষ্টার, ইউ/পি সদস্য মনির উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য জাবের আহমদ চৌধুরী, ডা: মুকন্দ্র লাল নাথ প্রমুখ । বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য পিরুজ মিয়া, মনোয়ারা বেগম, বিল্লাহ চৌধুরী, আরিফ উল্যা, বিদ্যালয়ের শিক্ষক ময়নূল হক মিরন, সুহেল মিয়া, এনাম হোসেন, হাসি রানী দাস, শিপলু মিয়া, শাহেদ আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি সহল আল রাজি চৌধুরীসহ বক্তারা উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকদের সম্মেলিত ভূমিকাই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ঘটাতে পারে।