ফের কমেছে স্বর্ণের দাম
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ১২:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে বুধবার দাম কমেছে স্বর্ণ ও রুপার। ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারপারসন জ্যানেট ইয়েলেনের পরবর্তী বক্তব্যে দেশটিতে সুদহার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে।
এমন প্রত্যাশায় ব্যবসায়ীরা মূল্যবান ধাতুর বাজারে লেনদেনে সকর্তকতা অবলম্ব করছেন। ফলে বুধবার স্বর্ণের মূল্য নেমে আসে এক মাসে সর্বনিম্নে।
নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে আউন্সপ্রতি স্বর্ণের দাম কমেছে ১৬ ডলার ৪০ সেন্ট বা ১.২ শতাংশ। বুধবার ধাতুটির দর কমে দাঁড়িয়েছে ১.৩২৯ ডলার ৭০ সেন্ট। ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, ২৬ জুলাইয়ের পর সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম।
ইয়েলেনের বক্তব্যে সুদহার বৃদ্ধি নিয়ে প্রত্যাশার হ্রাসবৃদ্ধিতে সাম্প্রতিক সময়ে মূল্যবান ধাতুর বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তবে বর্তমানে অধিকাংশেরই ধারণা, ফেড চেয়ারপারসনের বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত থাকতে পারে, যার প্রভাব পড়েছে স্বর্ণ, রুপার মতো ডলার দ্বারা নির্ধারিত বিভিন্ন পণ্যের বাজারে।
স্বর্ণের পাশাপাশি দাম কমেছে রুপারও। ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে রুপার দাম কমেছে আউন্সে ৩৭.৭ সেন্ট বা ২ শতাংশ। বুধবার কোমেক্সে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৮ ডলার ৬৮৮ সেন্টে।
কোমেক্সে এদিন অক্টোবরে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম কমেছে আউন্সে ২৯ ডলার ১০ সেন্ট বা ২.৬ শতাংশ। এদিন পণ্যটি বিক্রি হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮২ ডলার ২০ সেন্টে। সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে কমেছে প্যালাডিয়ামের দামও। ১৭ ডলার ৩৫ সেন্ট বা ২.৫ শতাংশ কমে এদিন প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে ৬৮২ ডলার ৫০ সেন্টে।