বালাগঞ্জের বির্ত্বনীয়া স্কুলে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন হিন্দু শিক্ষক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ১২:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত বির্ত্বনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান শিক্ষক না থাকায় স্কুলের শিক্ষার্থীদের ‘ইসলাম শিক্ষা’ পড়ানো হচ্ছে না। বর্তমানে স্কুলটিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের মধ্যে ৯৫ ভাগ শিক্ষার্থীই মুসলমান। স্কুলে একজন শিক্ষকসহ চারজন শিক্ষিকা থাকলেও সবাই হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু শিক্ষকরা কালে ভদ্রে ইসলাম শিক্ষার ক্লাস নিলেও নিয়মিত পড়াতে তারা আগ্রহী নয়। উপজেলা সদরের কাছাকাছি এই স্কুলটিতে ভবন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের প্রধান সমস্যা হচ্ছে ভবন সংকট। পুরনো জরাজীর্ণ একটি ভবনেই ক্লাস করছে শিক্ষার্থীরা। সরেজমিন গিয়ে দেখা গেছে, ভবন সংকটের কারণে সব ক্লাসের শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে ক্লাস করানো সম্ভব হচ্ছে না। স্কুলটির ভিটা নিচু হওয়ার কারণে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবুডুবু অবস্থায় থাকে। বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। ফলে অভিভাবকরাও চিন্তিত থাকেন। বেশ কয়েক বছর আগে একটি টিউবওয়েল বসানো হলেও সেটা অকেজো হয়ে পড়ে আছে। নেই স্যানিটেশন ব্যবস্থা। স্কুলের নামে পর্যাপ্ত ভূমি থাকলেও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযোগী মাঠের ব্যবস্থা নেই।
বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর বলেন স্কুলটিতে কোনো মুসলমান শিক্ষক নেই এমন খবর জানার পর আমি স্কুলে গিয়ে এর সত্যতা পেয়েছি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম অফিক বলেন একজন মুসলমান শিক্ষক দেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট কয়েকদফা আবেদন করার পরও কোনো শিক্ষক দেয়া হচ্ছে না। বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান স্কুলের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন শিগগিরই স্কুলে একজন মুসলমান শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।