ব্রিটেনে জিসিএসই পরীক্ষার ফল প্রকাশঃ শীর্ষে বাঙ্গালী শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ৫:৫৫ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের সেকেন্ডারি স্কুল শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা জিসিএসইতে এবারও ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।এর মধ্য বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বাঙ্গালী শিক্ষার্থীরা শীর্ষে রয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাংলাদেশী কমিউনিটিতে খুশির আমেজ ছড়িয়ে পরে।
সাম্প্রতিক বছরগুলোতে ইংরেজি ও অংকসহ বিভিন্ন বিষয়ে ৫টির বেশি এ স্টার গ্রেড লাভের ক্ষেত্রে বারার জিসিএসই শিক্ষার্থীরা প্রতিবারই অতীতের রেকর্ড ছাড়িয়ে যায় । ২৫ আগষ্ট বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস’ সহ সারা দেশে একযোগে ঘোষনা করা হয় জিসিএসই পরিক্ষার ফলাফল । বারার কৃতি শিক্ষার্থীদের সাফল্যে উল্লসিত নির্বাহী মেয়র ও কেবিনেট মেম্বররাও ল্যাংডন পার্ক স্কুলে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে। ল্যাংডন পার্ক স্কুল থেকে এবার ১৬৬ জন জিসিএসই দিয়েছিলেন। তাদের অসাধারণ সাফল্যের কারণেই বারার মধ্যে বেস্ট পারফরমেন্স স্কুল হয়েছে ল্যাংডন পার্ক। ফল হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠা শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে যোগ দেন নির্বাহী মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র ও কেবিনেট মেম্বর ফর এডুকেশন এন্ড চিলড্রেন্স সার্ভিসেস’ কাউন্সিল র্যাচেল স্যান্ডার্স। ছাত্র ছাত্রীদের অনবদ্য সাফল্যে উৎফুল্ল নির্বাহী মেয়র জন বিগস বলেন, বারার প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা অভিযাত্রা যাতে অসাধারণ হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এই বারায় আজ আমরা কিছু কিছু ক্ষেত্রে দেশ সেরা রেজাল্ড অর্জনের সাফল্য দেখতে পাচ্চিছ। ছাত্রছাত্রিদের কঠোর পরিশ্রমের ফসল হচ্চেছ এই ফলাফল এবং অনবদ্য এই সাফল্যের পেছনে রয়েছে অভিভাবক, শিক্ষক, স্কুল স্টাফ, কাউন্সিল এবং যারা শিক্ষার্থীদের নানা ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের অবদান। মেয়র বিগস বলেন, আজ যারা তাদের অনবদ্য রেজাল্ড হাতে পেয়ে উদযাপন করছেন, আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি এবং ল্যাংডন পার্ক স্কুলে এসে কয়েকজন কৃতি শিক্ষার্থীর সাথে ব্যক্তিগতভাবে মিলিত হতে পেরে আমি খুবই সন্তুষ্ট। শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার ও ডেপুটি মেয়র কাউন্সিলর র্যাচেল স্যান্ডার্স জিসিএসই তে অনন্য সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো শিক্ষা আমাদের শিক্ষার্থীদের তাদের পছন্দ অনুযায়ি কেরিয়ার গড়তে সাহায্য করবে।