দক্ষিণ সুনামগঞ্জে বসতঘরে আগুন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৯:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে বসতঘর আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিকারকান্দি গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে সোনাই মিয়া বসতঘরে কে বা কারা আগুন দিয়ে চলে যায়। তাৎক্ষনিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এতে ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।