সুরমা নিউজ ডেস্ক :
১৫ দিনব্যাপী সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় ২ লাখেরও অধিক গাছের চারা বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় এক কোটির টাকা মূল্যের চারা। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, রেজিস্ট্রারী মাঠে আয়োজিত ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ বিপদেরও বন্ধু। যে কোন দু:সময়েও গাছ মানুষের উপকারে আসে। এ জন্য বেশী বেশী করে পরিকল্পিত উপায়ে গাছ লাগাতে হবে। বন বিভাগের উদ্যোগে সিলেটে গত বছর ১০ লাখ গাছ লাগানোর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, রোপিত গাছের সঠিক পরিচর্যার পাশাপাশি গাছ লাগানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, যে সব বনকর্মী ভালো কাজ করবেন, প্রয়োজনে তাদেরকে পুরস্কৃত করা হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কমিশনার কামরুল আহসান টার্গেটভিত্তিক গাছ লাগানোর তাগিদ দেন। তিনি বলেন, প্রয়োজনে বেশী করে আগর-আতরের গাছ লাগাতে হবে।
বৃক্ষমেলার সমাপনী দিনে গতকাল বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত কলামিস্ট আফতাব চৌধুরী।
‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ১১ আগস্ট থেকে শুরু হয় সিলেট বিভাগীয় বৃক্ষমেলা। বৃহস্পতিবার মেলা শেষ হয়। ১৫ দিনব্যাপী এ মেলা যৌথভাবে আয়োজন করে সিলেট বন বিভাগ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন।
সমাপনী বক্তৃতায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃক্ষরোপন একটি সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে। এ আন্দোলনকে আরো বেগবান করতে তিনি সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করার তাগিদ দেন।
অনুষ্ঠানে সেরা নার্সারি মালিকের পুরস্কার লাভ করেন জৈন্তাপুর উপজেলার সুগন্ধা নার্সারির মালিক মো. দেলোয়ার হোসেন। অপরদিকে, নার্সারী মালিকদের আয়োজনে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া,অনুষ্ঠানে নার্সারী মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় বিক্রি হয়েছে দুই লাখ চারা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১:২৫ অপরাহ্ণ