বালাগঞ্জের সাবেক শিক্ষক মজম্মিল আলীর ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর নিবাসী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী মাস্টার ডা. মজম্মিল আলী (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় নশিওরপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মাস্টার মজম্মিল আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান আফম শামীম, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দুদু মিয়া, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সদস্য তজম্মুল আলী, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল শাহাদত রুকন, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মরহুমের বড়ভাই হাফিজ ওয়ারিছ আলী এবং তার একমাত্র পুত্র জাহেদ আহমদ। এ ছাড়া নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, নশিওরপুর জাগরণী যুব সংঘ (রেজি. নং ৫০৩/৯৭) এর সভাপতি হারুন রশিদ, সাবেক সভাপতি মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ জানাযায় শরিক হন। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।