ওসমানীনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওসমানীনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়।
বিভিন্ন মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সকাল দশটায় ওসমানীনগরের তাজপুর, উমরপুর, ইলাশপুরসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে।
গোয়ালাবাজার সনাতন সংঘ এর উদ্যোগে শোভাযাত্রায় অংশ নেয় গোয়ালাবাজার জন্মাষ্টমী উদযপন পরিষদ, মহালয়া যুব সংঘ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজেশ্বরী তরুণ সংঘ, মন্দির উন্নয়ন সংস্থাসহ একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা। শোভাযাত্রা শেষে গোয়ালাবাজার কালী মন্দিরে মহাপ্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।