তাজপুর ডিগ্রী কলেজে উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায় !
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১১:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজে উপবৃত্তির ফরম বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কলেজ বন্ধকালিন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনে ডেকে নিয়ে গণহারে ১শ’ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ওসমানীনগর উপজেলা তাজপুর কলেজে গত দুই দিনে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির ফরমের নামে ১শ’ টাকা হারে আদায় করা হয়। ফরম বিক্রি করেছেন কলেজের শরীরচর্চা শিক্ষক আশরাফ আলীসহ সংশ্লিষ্টরা। কলেজ বন্ধের দিন শিক্ষার্থীদের মোবাইল ফোনে খবর দিয়ে কলেজে ডেকে টাকা আদায় করা হয় বলে একাধিক শিক্ষার্থীরা জানান।
সরকার কর্তৃক এ ফরম বিনামূল্যে বিতরণের কথা থাকলেও গণহারে উপবৃত্তির ফরম বিক্রি করা হয়েছে তাজপুর ডিগ্রী কলেজে। টাকা ছাড়া মেধাবী শিক্ষার্থীদেরও ফরম দেয়া হয়নি। যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র টাকা আদায়ের জন্য গণহারে ১শ’ টাকার বিনিময়ে উপবৃত্তির ফরম নিতে বাধ্য করা হয়েছে শিক্ষার্থীদের। সুনির্ধারিত নীতিমালার ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি দেয়ার বিধান থাকলেও গণহারে ফরম বিক্রি শিক্ষার্থীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। সব শিক্ষার্থী উপবৃত্তি না পেলেও সবার কাছ থেকে ১শ’ টাকা হারে আদায় করা হয়েছে। প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয় বলে জানা গেছে।
কলেজ শিক্ষক আশরাফ আলীর কাছে মুঠো ফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি উপবৃত্তির ফরম বিতরণে টাকা গ্রহণের খবর মিথ্যা বলে মোবাইল সংযোগ কেটে দেন।
তাজপুর কলেজের অধ্যক্ষ মো: শওকত আলী বলেন, টাকার বিনিময়ে উপবৃত্তির ফরম বিক্রির বিষয়টি আমার জানা নেই। কলেজ সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, উপবৃত্তির ফরম বিক্রি করা বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।