ওসমানীনগরের তাজপুরে শুভ জন্মাষ্টমী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১০:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরের তাজপুরে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উপলক্ষে তাজপুর কাশিপাড়া শিব মন্দির হতে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের করা হয়। মিনি ট্রাক ও মটর সাইকেল যোগে শুভাযাত্রাটি সিলেট ঢাকা মহাসড়কের কুরুয়া বাজার হয়ে গোয়ালাবাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
শুভাযাত্রাটি কুরুয়া বাজারে যাওয়ার পর দয়ামীর ইউনিয়ন জন্মাষ্ঠমি উদযাপন পারিষদের এক বিরাট বর্নাঢ্য র্যালী মূল র্যালীর সাথে সম্পৃক্ত হলে ভক্তগনের মধ্যে আরো আনন্দের জোয়ার বয়ে যায়। এতে অন্তত সহস্রাধিক নারী, পুরুষ শিশু কিশোর অংশ গ্রহন করে এবং গোয়ালাবাজার পর্যন্ত শোভা যাত্রা সম্পন্ন করে প্রত্যেক নিজ নিজ মন্দিরে গিয়ে পরবর্তী কর্মসূচি পালন করে। তাজপুর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ শোভাযাত্রা সম্পন্ন করে কাশিপাড়া দক্ষিন মন্দিরে গিয়ে ধর্মীয় আলোচনা সভা, শ্রী ভগবত পাঠ ও শ্রী কৃষ্ণের জন্মলীলা, লীলা কীর্ত্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।সংগঠনের সভাপতি বাবু সুবোধ চন্দ্র দাশের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সুশীল দেব নাথের সঞ্চালনায়অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবু সুনীল দত্ত, হিমাদ্রী দত্ত পুরকায়স্থ, চয়ন পাল, সুকান্ত দাশ, সুখেশ্বর গৌরাঙ্গঁ দাস, হৃদয় বল্লভ দাশ, সুবোধ চন্দ, কৃপাময় দাশ, ছানা দেব, নেপাল দেব, রিপন নাগ, অজিত পাল, সমীরন বহ্নি, মতি গুপ্ত, পীযুষ দেব, সত্যশ্রী ভট্টাচার্য্য, সুব্রত দাশ, উজ্জ্বল পাল, শ্যামল পাল, করুনা দেব, লক্ষন দেব, উজ্জ্বল দেব (রুমু), রিপন দেব, সজল সৌম, মিকন দাস, লিঠন দাস, অজয় দাস, বিজিত দেব, স্বপন নাগ, লিটন দাস, পরিন্দ্র মালাকার, ময়না মালাকার, কাজল দেব, শিপন মালাকার, রনজিৎ পাল, মঞ্জু পাল, নেপুর দাশ, অর্পন পাল, মিটু পাল, প্রমূখ।