ওসমানীনগরে ইলিয়াস আলীর সন্ধান কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ওসমানীনগরে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের উদ্যোগে উমরপুর ইউনিয়নে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আহব্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে, যুগ্ন আহব্বায়ক রুমেল আহমদ ও প্রজন্মদল নেতা সুহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক চেরাগ আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আহবাবুল হোসেন আহবাব, গোয়ালাবাজার ইউপি যুবদলের আহব্বায়ক শিপু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবদল নেতা শাহাব উদ্দিন সুহেল, আবুল কালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক রকিব আলী, মনসুর চৌধুরী, আতিকুল আলম, সাবেক যুগ্ম আহব্বায়ক মাহবুব আহমদ রুমন, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান বাসিত, খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল আহমদ, জয়নাল আবেদীন, উমরপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শিমুল আহমদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবু বক্কর, উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান, জুবেল আহমদ, কাজি শওকত, রাজু আহমদ, মুহিবুর রহমান, দিপু চৌধুরী, মুতালিব আহমদ, বাদশা মিয়া, নাছির আহমদ, আজহার উদ্দিন, গিয়াস উদ্দিন, ফুল মিয়া, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েব আহমদ, জেবুল আহমদ সজিব, ওয়েছ আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের সদস্য রেজাউল ইসলাম, সুমন আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রায় সাড়ে চার বছর হয়ে গেলেও সরকার এ পর্যন্ত কোন সঠিক তথ্য জনগনকে দিতে পারেনি। এতে প্রমান হয় এম ইলিয়াস আলী নিখোঁজের সাথে সরকারের বিশেষ বাহিনী জড়িত। বক্তারা অবিলম্বে এম ইলিয়াস আলী ও তাঁর ড্রাইভার আনছার আলীকে অবিলম্বে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে উমরপুর জামে মসজিদ খতিব হাফিজ সালাউদ্দিন আহমদের পরিচালনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি