সিলেটে নারীভোগী ভন্ডপীর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে নারীভোগী এক ভন্ডপীরকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ নান্নু শাহ নামের এ ভন্ডপীরের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় আস্তানা গড়েছিল সে। তাবিজ-কবজ এর মাধ্যমে নারী ও কিশোরীদের মানসিক বিকৃত করে ভোগ করতো এ ভন্ডপীর।
গত বছর সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার ২০বছর বয়সী এক কুমারী তদবীর করতে যায় তার কাছে। এসময় ভন্ডপীর নান্নুু শাহ’র লুলুপ দৃষ্টি পড়ে তার উপর। তাবিজ-তোমার করে ওই তরুণীকে মানসিকভাবে বিকৃত করে ফেলে সে। এক পর্যায়ে তাকে নিয়ে সিলেট ত্যাগ করে ভন্ডপীর নান্নু শাহ। দীর্ঘ কয়েকমাস ভোগ করার পর ওই তরুণীর গর্ভে এক ছেলে সন্তান জন্ম নেয়।
এ ঘটনায় গত জানুয়ারী মাসে সিলেট কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০৩(১)১৬) হলে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করলেও পলাতক থাকে ভন্ডপীর নান্নু শাহ। তার ব্যাপারে উত্তরের ডিসি ফয়ছল মাহমুদ ও কোতোয়ালী থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফির নিকট অনেক অভিযোগ আসে। তার প্রেক্ষিতে পুলিশ তাকে খোঁজতে থাকার এক পর্যায়ে নান্নু শাহ সিলেটে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই ফজলে আজিম পাটোয়ারী সোমবার রাতে একদল পুলিশ নিয়ে দক্ষিণ সুরমার পুলের মুখ থেকে তাকে গ্রেফতার করেন।
ভন্ডপীর মোহাম্মদ নান্নু শাহ গ্রেফতারে সিলেটের জনমনে স্বস্তি ফিরে আসে। তাকে দেখতে কোতোয়ালী থানায় উৎসুক জনতা ভীড় জমায়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।