ইতালিতে মহিলা সংস্থা’র বনভোজন উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ৪:১৬ অপরাহ্ণ
ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে :
ইতালির সদ্য আত্ম প্রকাশিত নারী সংগঠন মহিলা সংস্থা’র বনভোজন উদযাপিত হয়েছে। ২০ অগাস্ট আনন্দঘন পরিবেশে রোমের অদূরে পর্যটন শহর তেরনি দীঘি (লাগো দি পিয়েদিলুকো)তে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসে যান্ত্রিক জীবনে একটু আনন্দের পরশ নিতে এ বনভোজনের উদ্যোগ নেয় রোমের নতুন নারী সংগঠন মহিলা সংস্থা। গ্রীস্মের ছুটি হিসেবে প্রবাসীরা স্ব-পরিবারে এতে অংশ নেন। যাত্রাপথে বাসের মধ্যে গান, কৌতুকসহ ভিন্ন রকম উল্লাস করেন সবাই। সবার উপস্থিতিতে বনভোজন পরিণত হয় মিলন মেলায়। ক্ষনিকের আনন্দ, উদ্দীপনায় ভুলে যায় স্বদেশের ভালবাসার কথা। যেন প্রবাসে আরেকটি মাতৃভূমি।
নারী সংগঠনের সভাপতি শান্তা সিকদার ও সৈয়দা মাসুদা আক্তারের আমন্ত্রণে অতিথি হিসেবে ছিলেন সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,মহিলা সংস্থা সহ-সভাপতি সানজিদা আহমেদ, মৌসুমী মৃধা, জেসমিন সুলতানা মিরা, সহসাধারণ সম্পাদক রেহানা পারভিন ঝর্না, সাংগঠনিক সম্পাদক রুপালী গোমেজ, সহ-সাংগঠনিক মাকসুদা আক্তার, ঢাকা মহিলা সমিতির সম্পাদক সায়রা হোসেন রানী, প্রচার সম্পাদক মুহিব হাসান, বাংলাদেশ মহিলা সমিতি সহ-সভাপতি বিথী স্বপন, মহিলা সমাজ কল্যাণ সহ-সভাপতি লাভলী শরীফ প্রমুখ।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলি উদ্দীন শামীম ও প্লাস পয়েন্ট ট্রাভেলসের কর্ণধার জসিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রসুল কিটন, জিয়াউল হক জিয়া, শরীফ ভূইয়া বাবু, স্বপন মিয়া, মহিলা নেত্রী সৈয়দ রুনু প্রমুখ।
বিকালে মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা সমিতির সৌজন্যে তিনজন বিজয়ীকে এবং মোঃ বাতেন লিটল ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার দেওয়া হয়।