সিলেটে আবারো ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ২:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে আবারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ। দোকানের বিক্রয় মূল্য নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই হামলা চালানো হয়। সোমবার দুপুর ১২টার দিকে এ হামলা হয়।
একাধিক সূত্রে জানা যায়, সুবিদবাজারের স্টার প্লাজা মার্কেটের জালালী টেইলার্স এন্ড ফেব্রিক্সে নগরীর ০৭ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবুল কালাম তুহিন কিছু জিনিস ক্রয় করতে আসেন। এ সময় দোকানের মালিকের সাথে বনিবনা না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়।
এর কিছু সময় পর আবুল কালাম তুহিন, সাধারণ সম্পাদক মিলন এবং ছাত্রলীগ নেতা জুলহাসের নেতৃত্বে ১৫/২০ জনের এক সন্ত্রাসীদল সশস্ত্র হামলা চালায়। এ সময় দোকান মালিক সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শামসুল ইসলাম পালিয়ে যান।
দোকান মালিক জানান, হামলাকারীরা দোকানটিতে ভাঙচুর চালিয়ে নগদ ৫০ হাজার টাকা লুটপাট এবং আরও প্রায় লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
খবর পেয়ে কতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই হোসাইন আহমদ ও আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানান, ঘটনাটি তদন্ত করে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।