ওসমানীনগরে হজ্ব যাত্রীদের সম্মানে আলোচনা সভা ও মিলাদ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
পবিত্র হজ্বে গমন উপলক্ষে হাজী সাহেবদের সম্মানে সিলেটের ওসমানীনগরে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার বিকালে আলহাজ্ব কারী সাহিদুর রহমান (রাহ.) এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে স্থানীয় আল কুরআন মেমোরাইজিং সেন্টার ওসমানীনগরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুনুর রহমান লেখনের পরিচালনায় এতে হজ্বযাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, চকবাজার ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, আহমদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুছ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আসকর আলী, আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ইনকিলাবের সাংবাদিক আবুল কালাম আজাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, ওসমানীনগর উপজেরা তালামীযের সহ সভাপতি মাজহারুল ইসলাম।
উপস্থিত ছিলেন আল কুরআন মেমোরাইজিং সেন্টার ওসমানীনগরের চেয়ারম্যান হাজী আজির উদ্দিন মেম্বার, হাজী ধন মিয়া, প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, সহ সুপার মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী, মাওলনা শায়েস্তা মিয়া, মাওলানা সৈয়দ মুবাশ্বির আলী, শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ওলিদুর রহমান, তালামীয নেতা হাফিজ সাফির আহমদ, সুমন আহমদ, হাফিজ আব্দুল আলিম, হাফিজ মনির উদ্দিন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ আলী মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী, কুরআন তিরাওয়াত করেন আল কুরআন মেমোরাইজিং সেন্টার ওসমানীনগরের ছাত্র শামছুল ইসলাম, নাতে রাসুল পাঠ করেন জিহান আহমদ।