যেভাবে যাবেন ফেসবুক লাইভে
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১০:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ইদানিং অনেকেই ব্যবহার করছেন ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘গো লাইভ’। চাইলে আপনিও সহজেই ব্যবহার করতে পারেন ফিচারটি।
যেভাবে আপনি ফেসবুকে ‘গো লাইভ’ ফিচার ব্যবহার করবেনঃ
ফেসবুকে আপনি যেভাবে একটি স্ট্যাটাস আপডেট করেন, তেমনিভাবে ‘পোস্ট’ অপশনটিতে যান।
দেখবেন ক্যামেরা, চেক ইন, ফিলিং/অ্যাক্টিভিটি, ট্যাগ, লোকেশন বাটনগুলোর পাশে আরেকটি বাটন আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক করুন।
এখন নতুন একটি ইন্টারফেস আসবে আর ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য একটি ক্যাপশন দিন।
গোপনীয়তা বা সীমাবদ্ধতা রক্ষায় প্রয়োজনে প্রাইভেসি ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স ঠিক করুন। এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে হয়ে যান লাইভ।