
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম জহির উদ্দিন (২৪)। তিনি বিশ্বনাথ উপজেলার নয়াসৎপুর গ্রামের আব্দুস ছোবহানের পুত্র।
শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের থানার ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান উপজেলার তাজপুর বাজার থেকে ১২বোতল বিদেশী মদসহ তাকে আটক করেন। এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত জহিরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার ওসমানীনগর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।