সুরমা নিউজ ডেস্ক :
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর থেকে বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার বেলা ১১টা ২৩ মিনিটে আগুন লাগার পর থেকেই শপিং মলটির সামনের রুট (পান্থপথ) দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বেলা ১ টা ২৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রেখেছেন। সরেজমিনে দেখা গেছে, আগুন লাগার পর থেকেই বসুন্ধরা শপিং মল থেকে যারা বেরিয়ে এসেছেন তারা সামনে সড়কে অবস্থান নিয়েছেন। পাশাপাশি উৎসুক জনতাও ভিড় করছেন সড়কটিতে।
তবে এই রুটে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৬ তলা থেকে জীবিত অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে। যারা আটক আছেন তাদেরকেও উদ্ধারের চেষ্টা চলছে।
বসুন্ধরা সিটিতে আগুন : আটকা পড়েছেন বেশ কয়েকজন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৫৫ অপরাহ্ণ