সুয়ারেজের হ্যাট্রিক ও মেসির ডাবলে বার্সার উড়ন্ত সুচনা
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ শিরোপা ধরে রাখার মিশনে বড় জয় পেয়েছে বার্সেলোনা । গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেয়েছেন হ্যাটট্রিক, লিওনেল মেসি করেছেন জোড়া গোল। তাতে স্প্যানিশ লিগের প্রথম ম্যাচেই বড় জয় পেল বার্সেলোনা। গতকাল রিয়াল বেতিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল। ৬ মিনিটে বার্সার গোলবন্যার শুরু করেছেন আরদা তুরান। প্রথমার্ধে গোল হলো আরও দুটি, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে মেসির গোলের পর সুয়ারেজও খুলেছেন গোলের খাতা। দ্বিতীয়ার্ধেও মেসি করেছেন এক গোল, সুয়ারেজ পূর্ণ করেছেন হ্যাটট্রিক। বেতিসের হয়ে দুটি গোলই করেছেন গঞ্জালো কাস্ত্রো।