ওসমানীনগরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকান্ড প্রতিরোধের লক্ষ্যে ওসমানীনগর উপজেলার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে শনিবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তার পাশে দাড়িয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরবর্তীতে মাদ্রাসার সুপার মাওলানা এম এ মুজিবুর রহমান এক বক্তব্যের মাধ্যমে দেশের চলমান অবস্থা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ প্রদান এবং দোয়া পরিচালনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিকুর রহমান, সহ-সভাপতি জামাল মিয়া, সদস্য সেলিম আহমদ, নেছার আলী, সুমন আহমদ, হাফিজ খলিলুর রহমান, হাফিজ আলাউদ্দিন, মাওলানা কবির আহমদ বুলবুল, মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ শায়খুল ইসলাম, মাষ্টার হাবিবুর রহমান, এনামুল হক, ছালেহ আহমদ, মৌলভী শাহেদ আহমদ, ছানু মিয়া, মিন্টু মিয়া, মিছবাহ উদ্দিন, আহবাবুল হক আহবাবসহ প্রমুখ।