ওসমানীনগরে পল্লী বিদ্যুতের দুর্নীতি, আবেদনের দুই বছরেও মিলেনি মিটার
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৫:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে পল্লী বিদ্যুতের দুর্নীতি চরম আকার ধারণ করেছে। মিটার স্থাপনের জন্য পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিসে আবেদন করার দুই বছর পেরিয়ে গেলেও মিটার পাননি গ্রাহক। অন্যদিকে, উক্ত সময় পরবর্তীতে অনেকে আবেদন করে টাকার বিনিময়ে মিটার বরাদ্ধ পেয়েছেন। এ বিষয়ে ভূক্তভোগী গ্রাহক গত ২৮ জুলাই গোটাটিকর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত বিষয়টি সুরাহা হয়নি।
জানা যায়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিকাপন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ২০১৪ সালে ২৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে মিটারের জন্য আবেদন করেন সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের আম্বিয়া বেগম। আবেদনের পর ১৪৫৯৮৫ নং রিসিটের মাধ্যমে ১’শ টাকা জমা দিয়ে আবেদন দাখিল করা হয়।
আবেদন জমার ৪মাস পর অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বলেন, ট্রান্সফরমার ওভারলোডের কারণে এখন নতুন করে মিটার সংযোগ দেয়া হবে না।
ভূক্তভোগী গ্রাহক খোঁজ নিয়ে জানতে পারেন, তার আবেদন দাখিলের অনেক পর আবেদন করেও অন্যরা টাকার বিনিময়ে মিটার বরাদ্ধ পেয়েছেন। উক্ত বিষয়ে কাশিকাপন জোনাল অফিসে সাবেক ডিজিএম’র নিকট আম্বিয়া বেগম একাধিকবার যোগাযোগ করলেও কোন সুরাহ হয়নি। বর্তমান ডিজিএম কাশিকাপন অফিসে যোগদানের পর যোগাযোগ করা হলে তিনি স্বল্প সময়ের মধ্যে মিটার বরাদ্ধে প্রতিশ্রুতি দেন। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আবারো ডিজিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি ওয়ান পয়েন্টের জনৈক আনিছের সাথে যোগাযোগ করতে বলেন। আনিছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ট্রান্সফরমার ওভার লোড বলে আর কোন কথা বলতে রাজি হননি। এসময় আবেদনের দীর্ঘসূত্রতার কথা বললে অফিসের খাতা দেখে তিনি আম্বিয়া বেগমকে পূনরায় আবেদন জমা দিতে বলেন। তার কথামতো চলতি বছরের ২৬ এপ্রিল আম্বিয়া বেগম আবারো মিটার বরাদ্ধের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের পর এখন পর্যন্ত তার নামে মিটার বরাদ্ধ করেনি পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর গোটাটিকর অফিসের জেনারেল ম্যানেজার মাহবুবুর আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগপত্র আমার নিকট এসেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাশিকাপন জোলাল অফিসে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেউ দুর্নীতি করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।