আইএসের অ্যাকাউন্ট বন্ধে টুইটারের পদক্ষেপ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৩:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সন্ত্রাসী কার্যক্রমের প্রচারণা বা হুমকি দেয়ার অভিযোগে ৩৬০০০০ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। যেসব অ্যাকাউন্টের অধিকাংশই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর সঙ্গে সম্পৃক্ত ছিল। বৃহস্পতিবার এক ব্লগপোস্টে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টুইটার জানায়, ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে ১২৫০০০ অ্যাকাউন্ট-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা। এরপর চলতি বছর ফেব্রুয়ারি থেকে সাইটটি বাড়তি ২৩৫০০০ অ্যাকাউন্ট বাতিল করে।
প্রতিষ্ঠানটি ওই ব্লগ পোস্টে জানায়, আমাদের কাজ এখনও শেষ হয়নি। টুইটারে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে উল্লেখযোগ্য পরিবর্তন আনায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল থেকে প্রতিদিন সন্ত্রাস সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বাতিলের হার ৮০ শতাংশ বেড়েছে।
প্রসঙ্গত, চলতি বছর জুলাইয়ে ফ্রান্স-এর নিস শহরে ট্রাক হামলায় ৮০ জন নিহতের ঘটনার পর উগ্রপন্থীদের বিরুদ্ধে টুইটারের কার্যক্রমে প্রশংসা করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড পর্যবেক্ষক দলগুলো।