সিলেট বোর্ডে পাঁচ কলেজ শতভাগ পাস
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৬, ৬:১১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ সাফল্য দেখিয়ে আলোচনায় কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ। এ বোর্ডের অধীনে যে পাঁচটি কলেজ শতভাগ সাফল্য দেখিয়েছে তার মধ্যে অন্যতম এ কলেজ। তবে বরাবরের মতো শতভাগ সাফল্যের তালিকায় প্রথমে রয়েছে সিলেট ক্যাডেট কলেজের নাম। এছাড়া জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিকে শতভাগ সাফল্য দেখিয়েছে।
এবার সিলেট বোর্ডের অধীনে ২৪৬টি কলেজ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষায় অংশ নিলেও শতভাগ সাফল্য অর্জন করে এই পাঁচটি কলেজ। কলেজগুলোর মধ্যে উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ সিলেট নগরীর মধ্যে অবস্থিত।
নগরীর বাইরে তথা কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এলাকায় থেকেও শতভাগ সাফল্য ছিনিয়ে নেওয়া ভাতরাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক রফিকুল ইসলাম বলেন, জিপিএ-৫ না পেলেও এখান থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন।
এ ব্যাপারে সিলেট শিক্ষাবোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল ইসলাম বলেন, গ্রামের কলেজ হলেও সঠিক শিক্ষার কারণে তারা এই সাফল্য ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন।