সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শতভাগ ফলাফল
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
প্রতিষ্ঠার প্রথম বছরেই বাজিমাত করলো সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় তারা শতভাগ ফলাফল অর্জন করেছে। প্রথমবারের মতো অংশ নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান ১০টি জিপিএ-৫ লাভ করে। মোট ৬২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬১ জন। ১জন শিক্ষার্থী প্রবাসে চলে যাওয়ায় পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এই ফলাফলে খুশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মুহিবুর রহমান বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ন পরিবেশে কলেজের অধ্যক্ষ এ ফলাফল ঘোষণা করেন।
জিপিএ-৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থী হলেন : অলক চক্রবর্তী, মো.আবু তাহের, মো. আবু বকর রনি, তানজিম মাহমুদ চৌধুরী মাহাদি হাসান মুন্না শাহনেওয়াজ, মো. সরওয়ার, মৃদুল দেবনাথ, নুরাইয়া খান, সুস্মিতা বৈদ্য ঐশী, নাফিসা আনজুম চৌধুরী।
কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মুহিবুর রহমান বলেন, সিলেটের প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান কলেজ হিসেবে এ কলেজের পথচলা। মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের সাফল্যের পথ শাণিত করে দেয় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে। তিনি সকল শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।