সিলেটের ওসমানীনগরের ৮ ইউপি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৬, ২:০৪ অপরাহ্ণ

সিলেটের ওসমানীনগরের ৮ ইউনিয়নের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা ৮ ইউনিয়নের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিলুপ্ত ইউনিয়নগুলো হচ্ছে- গোয়ালাবাজার, তাজপুর, উমরপুর, উসমানপুর, পশ্চিম পৈলনপুর, দয়ামীর, সাদিপুর, বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদল কমিটি। উক্ত সভায় আগামী কিছুদিনের মধ্যে উপজেলা প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক কর্মীসভার মাধ্যমে নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করার অঙ্গিকার করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
উপজেলার তাজপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ। সদস্য সচিব রায়হান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কবির আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গির মিয়া, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী সফি, আব্দুস সামাদ মাহবুব, মনসুর আহমদ চৌধুরী, আতিকুল আলম, কয়েস আহমদ, হুসাইন আহমদ হাসান, এমদাদ আলী,রমজান আলী, হাবিব চৌধুরী, সাবাজ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান, শাহ রাজু, আল মাসুম আবির, সুবাব আহমদ, দিলোয়ার হোসেন বদরুল, মুজিবুর রহমান প্রমুখ।
সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে উপজেলা ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বক্তারা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনাকে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা পরিষদে স্থান দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, গণমানুষের নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সকল সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।