বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করলো যুক্তরাজ্য আওয়ামীলীগ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৫:৩৪ অপরাহ্ণ
লন্ডন অফিস:
শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। দিবসটিতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে সোমবার বিকাল ৭ টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজন করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী এর পরিচালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক গণ পরিষদ সদস্য জাতীয় মহিলা সংস্থার সভাপতি এডভোকেট মমতাজ বেগম ,
যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সামসুদ্দিন মাষ্টার , অধ্যাপক এম এ হাশেম,এম এ রহিম সি আই পি,যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ , যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া ,
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফ , সিলেট জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক শ্রী রনজিত সরকার ,আওয়ামী লীগ নেতা শাহ শামীম আহমদ , আনছারুল হক, রবীন পাল, খসরুজ্জামান , সারব আলী , আবুল কালাম চৌধুরী , তারিফ আহমদ,
যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসনে আরা মতিন, সাধারণ সম্পাদক মুসলিমা সামস বন্নি ,যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন , যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খাঁন , যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন ,যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি জাকির আখতারুজ্জামান প্রমূখ ।
সভায় বক্তারা বলেন , ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকেরা ওই দিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।